নিজস্ব প্রতিবেদক : ৫ ফেব্রুয়ারি ২০২১, শুক্রবার, ২:০১:০৭
বাংলাদেশ প্রিমিয়ার লিগের গুরুত্বপূর্ণ ম্যাচে আজ শুক্রবার ডিফেন্ডিং চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংস ও চট্টগ্রাম আবাহনী লিমিটেড একে অপরের মুখোমুখি হচ্ছে। বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে এ ম্যাচটি বিকেল সাড়ে ৩টায় শুরু হবে।
বসুন্ধরা কিংস ইতোমধ্যে টানা পাঁচ জয়ে ১৫ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের শীর্ষে রয়েছে। অন্যদিকে বন্দর নগরী চট্টগ্রাম আবাহনী সমানসংখ্যক ম্যাচ খেলে ৭ পয়েন্ট নিয়ে ষষ্ঠ স্থানে অবস্থান করছে।
এদিকে একই ভেন্যুতে দিনের অপর ম্যাচটিতে ঢাকা আবাহনী লিমিটেড ও বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্র প্রতিদ্বন্দ্বিতা করবে। ম্যাচটি সন্ধ্যা ৬টায় মাঠে গড়াবে।
ঢাকা আবাহনী ৫ ম্যাচে ১১ পয়েন্ট নিয়ে বর্তমানে চতুর্থ অবস্থানে রয়েছে। কিন্তু মুক্তিযোদ্ধা সংসদ ৪ ম্যাচ থেকে ৩ পয়েন্ট নিয়ে দশম স্থানে অবস্থান করছে।
এছাড়া গাজীপুরের টঙ্গীতে শহীদ আহসান উল্লাহ মাস্টার স্টেডিয়ামে স্বাগতিক উত্তর বারিধারা ক্লাবের বিপক্ষে ঢাকা মোহামেডান স্পোর্টিং ক্লাব লিমিটেড লড়বে। ম্যাচটি বিকেল ৩টায় শুরু হবে।
বর্তমানে কালো-সাদা জার্সীধারীরা ৫ ম্যাচে ৫ পয়েন্ট নিয়ে অষ্টম অবস্থানে রয়েছে। তবে ৪ ম্যাচে ১ পয়েন্ট নিয়ে বারিধারা ১১তম অবস্থানে অবস্থান করছে।
Rent for add