নিজস্ব প্রতিবেদক : ২ ফেব্রুয়ারি ২০২১, মঙ্গলবার, ১৮:৫৫:১১
বাংলাদেশ প্রিমিয়ার লিগে নাটকীয় জয় পেয়েছে শেখ জামাল ধানমন্ডি ক্লাব। মঙ্গলবার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে দিনের একমাত্র ম্যাচে শেখ জামাল ২ গোলে পিছিয়ে পড়েও ৩-২ ব্যবধানের জয় নিয়ে মাঠ ছাড়ে।
২২ মিনিটে তরুণ ফয়সাল আহমেদ ফাহিমের দর্শনীয় গোলে এগিয়ে যায় সাইফ। প্রথমার্ধের ইনজুরি সময়ে সাইফের নাইজেরিয়ান জন ওকোলি ব্যবধান দ্বিগুন করেন।৭৫ মিনিটে শেখ জামালের গাম্বিয়ান ফরোয়ার্ড সলোমন কিং গোল করে ব্যবধান কমান। পরের মিনিটে নুরুল আবসার আনেন সমতা।
ইনজুরি সময়ে গাম্বিয়ান পল ওমর জোবের শট হাতে লাগে বক্সে দাঁড়ানো সাইফের অধিনায়ক রিয়াদুল হাসান রাফিরপেনাল্টি পায় শেখ জামাল। পেনাল্টি থেকে গোল করেন সলোমন কিং। টানা চার জয়ে ১২ পয়েন্ট নিয়ে টেবিলের তৃতীয় স্থানে মানিকের দল। দ্বিতীয় হারে ৭ পয়েন্ট নিয়ে টেবিলের পাঁচে সাইফ।
Rent for add