নিজস্ব প্রতিবেদক : ২৮ জানুয়ারি ২০২১, বৃহস্পতিবার, ১৭:০৬:১০
মর্যাদার লড়াইয়ে হারেনি মোহামেডান-আবাহনীর কেউ। বৃহস্পতিবার কুমিল্লার শহীদ ধীরেন্দ্র নাথ দত্ত স্টেডিয়ামে দেশের জনপ্রিয় দুই ক্লাবের মধ্যেকার বাংলাদেশ প্রিমিয়ার ফুটবল লিগের ম্যাচটি ২-২ গোলে ড্র হয়েছে।
প্রথমার্ধে আবাহনী এগিয়েছিল ২-১ গোলে। ব্রাজিলের তোরেস গোল করে ১৪ মিনিটে এগিয়ে দেন আবাহনীকে। ১৭ মিনিটে মোহামেডানকে ম্যাচে ফেরায় মালির সোলেমান দিয়াবাতের দর্শনীয় ফ্লিক। ৩৩ মিনিটে আবাহনী আবার এগিয়ে যায় জুয়েল রানার গোলে।
দুই দুইবার এগিয়ে গিয়েও পূর্ণ পয়েন্ট নিয়ে ফিরতে পারছে না বাংলাদেশ প্রিমিয়ার লিগের ৬ বারের চ্যাম্পিয়ন আবাহনী। দুইবারই মোহামেডানকে ম্যাচে ফেরান তাদের মালির ফরোয়ার্ড সোলেমান দিয়াবাতে। তার দুটি গোলই ছিল দর্শণীয়।
মোহামেডান আগের ৩ ম্যাচে ৫ পয়েন্ট হারালেও আবাহনী ছিল অপ্রতিরোধ্য। মোহামেডানই প্রথম পয়েন্ট হারাতে বাধ্য করলো আবাহনীকে। ৪ ম্যাচ শেষে আবাহনীর পয়েন্ট ১০, মোহামেডানের ৫।
আবাহনী পয়েন্ট হারানোয় লাভ হলো বসুন্ধরা কিংসের। ৪ ম্যাচ শেষে গতবারের চ্যাম্পিয়নরা এককভাবে শীর্ষে। তাদের চেয়ে ২ পয়েন্টে পিছিয়ে পড়লো আবাহনী।
Rent for add