নিজস্ব প্রতিবেদক : ২৬ জানুয়ারি ২০২১, মঙ্গলবার, ১:২৯:২৮
ফুটবল দিয়ে আগামী ২৭ মার্চ থেকে বঙ্গবন্ধু নবম বাংলাদেশ গেমস শুরু হচ্ছে।
বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে পুরুষ বিভাগের খেলা অনুষ্ঠিত হবে।
তবে কমলাপুর বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামে হবে নারী বিভাগের খেলা।
বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশন ২৫ জানুয়ারি পুরুষ ও নারী ফুটবলের এ সময়সূচি চূড়ান্ত করেছে।
যদিও বঙ্গবন্ধু নবম বাংলাদেশ গেমস আনুষ্ঠানিকভাবে ১ এপ্রিল শুরু হয়ে শেষ হবে ১০ এপ্রিল। তবে ফুটবল দিয়ে এ গেমস মাঠে গড়াবে ২৭ মার্চ থেকে।
ঘরোয়া ক্রীড়াঙ্গনের বৃহত্তম এ ক্রীড়া উৎসব ২০২০ সালেই অনুষ্ঠিত হবার কথা ছিল। কিন্তু করোনাভাইরাসের কারণে এক বছর পিছিয়েছে ।
ফুটবল ছাড়াও গেমসে আরো ৩০টি ডিসিপ্লিন রয়েছে।
Rent for add