চট্টগ্রাম আবাহনীর প্রথম জয়

বাংলাদেশ প্রিমিয়ার ফুটবল লিগে প্রথম জয় পেয়েছে চট্টগ্রাম আবাহনী। বৃহস্পতিবার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে তারা ১-০ গোলে হারিয়েছে আরামবাগ ক্রীড়া সংঘকে।

ম্যাচের একমাত্র গোলটি করেছেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড নিক্সন রোচার। ৩০ মিনিটে তার করা গোলটি শেষ পর্যন্ত হয়ে যায় জয়সূচক। চট্টগ্রাম আবাহনী আরো কয়েকবার আক্রমণ সানালেও তারা খেই হারিয়ে ফেলে প্রতিপক্ষের রক্ষণে গিয়ে। তারপরও লিগের প্রথম পয়েন্ট, তাও জয়ে-চট্টগ্রাম আবাহনীর জন্য তৃপ্তিরই বটে!

দুই ম্যাচে চট্টগ্রাম আবাহনীর পয়েন্ট ৩। অন্য দিকে টানা দুই হারে পয়েন্ট টেবিলের নিচেই পড়ে রইলো আরামবাগ ক্রীড়া সংঘ।

 

Rent for add

সর্বশেষ নিউজ

for rent