নিজস্ব প্রতিবেদক : ১৪ জানুয়ারি ২০২১, বৃহস্পতিবার, ১৪:১৭:০৮
দোহায় কাতারের বিপক্ষে বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচ খেলার পর সেখান থেকেই দেশে ফিরে গিয়েছিলেন জাতীয় ফুটবল দলের প্রধান কোচ জেমি ডে। তারপর ঢাকায় খবর ছড়িয়ে পড়েছিল বাফুফে জেমিকে বরখাস্ত করেছে।
জেমি ডে’র চাকরি নেই-খবরটিকে অবশ্য বাফুফে আগেই ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছিল। বৃহস্পতিবার সকালে ঢাকায় ফিরে জেমি ডে বোঝালেন তার চাকরি আছে বাংলাদেশ জাতীয় ফুটবল দলের প্রধান কোচের।
ঢাকায় ফিরলেও এখনি স্টেডিয়ামে বসে প্রিমিয়ার লিগের খেলা দেখতে পারছেন না জেমি। কারণ, ১৪ দিন কোয়ারেন্টাইনে থাকতে হবে তাকে। ৭ জানুয়ারি ঢাকায় এসে হোটেলে কোয়ারেন্টাইনে আছেন তার সহকারী স্টুয়ার্ট ওয়াটকিস।
আগামী ২৫ মার্চ আফগানিস্তানের বিপক্ষে বিশ্বকাপ বাছাইয়ের হোম ম্যাচ বাংলাদেশের। জুনে ম্যাচ আছে ভারত ও ওমানের বিপক্ষে ম্যাচ। এই তিন ম্যাচ এবং বঙ্গবন্ধু গোল্ডকাপের জন্য দল গঠন করতে লিগের খেলা দেখবেন জেমি।
Rent for add