বাসস : ১০ জানুয়ারি ২০২১, রবিবার, ১৫:০৯:১৭
নতুন কোচ মরিসিও পোচেত্তিনোকে ঘরের মাঠের অভিষেকে প্রথম জয় উপহার দিয়েছে পিএসজি। শনিবার পার্ক ডি প্রিন্সেসে লিগ ওয়ানের ম্যাচে টেবিলের মাঝামাঝিতে থাকা ব্রেস্টকে ৩-০ গোলে পরাজিত করেছে পিএসজি। মোয়েস কিন, বদলী খেলোয়াড় মাউরো ইকার্দি ও পাবলো সারাবিয়ার গোলে জয় নিশ্চিত করে পিএসজি।
এদিকে রেনের সাথে উত্তেজনাকর ম্যাচে ২-২ গোলে ড্র করে শীর্ষে রয়েছে লিঁও। রেনের সাথে ২-০ গোলে পিছিয়ে পড়েও শেষ পর্যন্ত ড্র করে লিঁও। এ নিয়ে টানা ১৬ ম্যাচে তারা অপরাজিত থাকল।
লিঁও যদি ড্র করতে না পারত তাহলে গোল ব্যবধানে এগিয়ে থেকে টেবিলের শীর্ষে উঠে আসত প্যারিসের জায়ান্টরা। ১৯ ম্যাচে ৩৯ পয়েণ্ট নিয়ে লিঁওর থেকের এক পয়েন্ট পিছিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে পিএসজি। তৃতীয় স্থানে থাকা লিলির থেকে তারা গোল ব্যবধানে এগিয়ে রয়েছে। গতকাল নেইমসকে ১-০ গোলে পরাজিত করেছে লিলি।
নেইমারের অনুপস্থিতিতে পিএসজি এখনো তাদের প্রত্যাশা অনুযায়ী পারফর্ম করতে পারছে না। প্যারিসের প্রচন্ড ঠান্ডা আবহাওয়ায় দর্শকশূন্য স্টেডিয়ামে তাই জয়ের ব্যবধানটা বড় হলেও ব্যক্তিগত পারফরম্যান্সর মোটেই সন্তুষ্ট হতে পারেননি পোচেত্তিনো।
করোনাভাইরাসের কারণে রাতের বেলা প্যারিস জুড়ে কার্ফিউ জারি থাকায় দর্শকদের মাঠে প্রবেশে নিষেধাজ্ঞা রয়েছে। দুই দশক আগে পিএসজির খেলোয়াড় হিসেবে দারুণ জনপ্রিয় পোচেত্তিনো তাই কোচ হিসেবে নিজের প্রথম জয়টা সমর্থকদের সাথে ভাগ করে নিতে পারলেন না।
য
Rent for add