নিজস্ব প্রতিবেদক : ৯ জানুয়ারি ২০২১, শনিবার, ১৯:০৮:০৮
স্বপ্নের ফাইনালে উঠে সাইফ স্পোর্টিং ক্লাব লিমিটেড এখন নতুন ইতিহাস গড়ার স্বপ্ন দেখছে। ওয়ালটন ফেডারেশন কাপের ফাইনালে তারা ডিফেন্ডিং চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংসকে হারিয়ে ইতিহাস গড়তে চাইছে। ১০ জানুয়ারি স্বপ্নের সেই শিরোপা লড়াইয়ে সাইফ কতটা কী করতে পারে সেটাই এখন দেখার বিষয়!
এদিকে বসুন্ধরা কিংস টানা তৃতীয়বারের মতো ফাইনালে উঠে শিরোপা অক্ষুন্ন রেখে ট্রফিটা নিজেদের ঘরেই রেখে দেবার পরিকল্পনা করছে। সেক্ষেত্রে প্রতিপক্ষ সাইফের পারফরম্যান্সের উপরই নির্ভর করছে কিংসের ভাগ্য।
বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে দুই কর্পোরেট হাউসের এ লড়াইয়ে শেষ পর্যন্ত কোন দল জয়ী হয় আগাম বলা মুসকিল। কাগজ-কলমে কিংস এগিয়ে থাকলেও সাইফ কোন অংশেই পিছিয়ে নেই। কিন্তু এসব সবকিছুই উত্তর মেলবে শনিবার বিকেল চারটা থেকে শুরু হতে যাওয়া এ ম্যাচে।
তবে ফেডারেশন কাপে প্রথমবারের মতো স্বপ্নের ফাইনালে সাইফ শিরোপা লড়াইটিকে স্মরণীয় করে রাখার জন্য আপ্রাণ চেষ্টা করবে, সেটা সহজেই অনুমেয়। একটি জয়ই তাদেরকে ইতিহাস গড়ার দ্বারপ্রান্তে এনে দিতে পারে। সে লক্ষেই সাইফ বিগ বাজেটের কিংসকে টেক্কা দিতে কার্পণ্য করবে না। প্রতিপক্ষের সাথে প্রত্যাশিত জয়টা তুলে আনতেই অপেক্ষার প্রহর গুণছে সাইফ। তবে সাইফ-কিংসের ময়দানি লড়াইয়ের ফলাফলে প্রিমিয়ার লিগে সাইফের জন্য ততটা সুখকর নয়। তারা প্রতিবারই হেরেছে কিংসের সাথে।
সাইফের বেলজিয়ান কোচ পল জোসেফ পুট অবশ্য পরিসংখ্যানে বিশ্বাসী নন। তিনি মাঠের পারফরম্যান্সে বিশ্বাসী। তাই তো তার দারুণ আত্মপ্রত্যয়ী কন্ঠ বলছে ‘আমরা চ্যাম্পিয়ন হবার জন্যই খেলব। কিংসকে প্রতিহত করতে সবধরনের কৌশলই মাঠে প্রয়োগ করব। কিংস শক্তিশালী হতে পারে। তবে আমরা তাদের হারানোর ক্ষমতা রাখি।’
কিংসের বিপক্ষে সাইফের মূল ভরসা নাইজেরিয়ান ফরোয়ার্ড ইউচেকু কেনেথ। যিনি ইতোমধ্যে ৫ গোল করে সর্বোচ্চ গোলদাতা হবার পথে রয়েছেন। শুধু ইউচেকু কেনেথই নন, তার সাথে রয়েছেন স্বদেশী ইমানুয়েল ইকেচুকোও। ডিফেন্ডার হয়েও তার গোল করার মতো অসাধারণ দক্ষতা রয়েছে।
শুধু কী তাই! অতিথি ফুটবলারদের পাশাপাশি দলে রয়েছেন অভিজ্ঞ রহমত মিয়া, অধিনায়ক রিয়াদুল হাসান রাফি, ফয়সাল আহমেদ ফাহিম কিংবা আরিফুর রহমান। তারাও দলের প্রয়োজনে যোকোন সময় জ্বলে উঠতে পারেন।
কাজেই বেলজিয়ান কোচ পল জোসেফ পুট তাদের উপর আস্থা রেখেই কিংসের বিপক্ষে একটি স্মরণীয় ম্যাচ উপহার দেবার স্বপ্ন দেখছেন।
Rent for add