নিজস্ব প্রতিবেদক : ৮ জানুয়ারি ২০২১, শুক্রবার, ২১:৪৪:৫৫
জাতীয় ফুটবল দলের প্রধান কোচ জেমি ডে ছুটি কাটিয়ে আগামী ১৪ জানুয়ারি সকালে ঢাকায় ফিরছেন। তবে লন্ডন থেকে ঢাকায় ফিরে তাকে বাধ্যতামূলক ১৪ দিনের কোয়ারেন্টাইনে থাকতে হবে।
এর ফলে জেমি ডে-কে অন্তত দুই সপ্তাহ মাঠের বাইরে থাকতে হবে। তাই বাংলাদেশ প্রিমিয়ার লিগের খেলাগুলো তাকে টেলিভিশনেই দেখতে হবে।
লন্ডন থেকে জেমি ডে জানিয়েছেন, ‘সম্ভবত ১৩ জানুয়ারি আমি ঢাকার উদ্দেশ্যে লন্ডন ত্যাগ করবো। আমাকে ঢাকা গিয়ে ১৪ দিন কোয়ারেন্টাইনে থাকতে হবে। এর আগেরবারও আমি অনেকদিন কোয়ারেন্টাইনে থেকেছি।’
উল্লেখ্য গত ৪ ডিসেম্বর কাতারের দোহায় স্বাগতিকদের বিপক্ষে বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচ শেষে সেখান থেকেই জেমি ডে ছুটি কাটাতে দেশে চলে যান।
Rent for add