নিজস্ব প্রতিবেদক : ৪ জানুয়ারি ২০২১, সোমবার, ১১:৫১:৩৫
ঢাকা আবাহনী লিমিটেড ও উত্তর বারিধারা ক্লাব আজ সোমবার ওয়ালটন ফেডারেশন কাপের চতুর্থ কোয়ার্টার ফাইনালে একে অপরের মুখোমুখি হচ্ছে। বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে বিকেল ৪ টায় শুরু হতে যাওয়া এ ম্যাচটি মাঠ থেকে টি-স্পোর্টস সরাসরি সম্প্রচার করবে।
সেমিফাইনালে ওঠার লড়াইয়ে আবাহনী-বারিধারা যে দলই আজ জিতুক না কেন তাদের আগামী ৭ জানুয়ারি ফাইনালে ওঠার লড়াইয়ে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংসকে মোকাবিলা করতে হবে।
যদিও কোয়ার্টার ফাইনালে আবাহনী খুব একটা শক্ত প্রতিপক্ষ পাচ্ছে না। তাদের সহজ প্রতিপক্ষ আজ বারিধারা। তাই শক্তিশালী আবাহনীর বিপক্ষে অপেক্ষাকৃত দুর্বল প্রতিপক্ষ বারিধারা কতটা প্রতিদ্বন্দ্বিতা করে খেলতে পারে সেটাই এখন দেখার বিষয়। মাঠে তাদের পারফরম্যান্সের ওপরই নির্ভর করছে শেষ চারে পৌঁছা। দু দলের ময়দানি লড়াইয়ে অবশ্য আবাহনীই ফেবারিট।
ডি গ্রুপ চ্যাম্পিয়ন আবাহনী গ্রুপ পর্বের প্রথম ম্যাচে ৩-০ গোলে চীর প্রতিদ্বন্দ্বী ঢাকা মোহামেডান স্পোর্টিং ক্লাব লিমিটেডকে এবং গ্রুপ পর্বের শেষ ম্যাচে ২-১ গোলে মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্রকে পরাজিত করে।
অপরদিকে বি গ্রুপ রানার্সআপ বারিধারা গ্রুপ পর্বের প্রথম ম্যাচে ০-৩ গোলে সাইফ স্পোর্টিং ক্লাব লিমিটেডের কাছে পরাজিত হয়। তবে দ্বিতীয় ম্যাচে ৩-২ গোলে আরামবাগ ক্রীড়া সংঘকে হারিয়ে ঘুড়ে দাঁড়ায়। তৃতীয় ম্যাচে ৩-০ গোলে ব্রাদার্স ইউনিয়নকে পরাজিত করে শেষ আটে পৌঁছে যায়।
Rent for add