বাসস : ৩ জানুয়ারি ২০২১, রবিবার, ১৭:১৭:২৫
হাঁটুর অস্ত্রোপচারের কারণে আগামী এপ্রিল পর্যন্ত মাঠের বাইরে চলে গেছেন বার্সেলোনার ব্রাজিলিয়ান মিডফিল্ডার ফিলিপ কুটিনহো। ক্লাবের পক্ষ থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
২৮ বছর বয়সী কুটিনহো মঙ্গলবার ক্যাম্প ন্যুতে এইবারের বিপক্ষে বদলী হিসেবে খেলতে নেমে বাম হাঁটুর মেনিসকাস ইনজুরিতে পড়েন। বার্সা জানিয়েছে শনিবার কুটিনহোর হাঁটুতে সফল অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে।
কিন্তু আগামী চার মাসের জন্য এখন এ ব্রাজিলিয়ান তারকাকে বিশ্রামে থাকতে হবে। যে কারণে কোভিড-১৯ মহামারীর ব্যস্ত সূচিতে কুটিনহো প্রায় ২০টি ম্যাচ মিস করতে পারেন। চলতি মাসের স্প্যানিশ সুপার কাপসহ আগামী মাসে চ্যাম্পিয়ন্স লিগের পিএসজির বিপক্ষেও তিনি মাঠের বাইরে থাকবেন।
বায়ার্ন মিউনিখে এক বছর ধারে খেলার পর এ মৌসুমেই বার্সেলোনায় ফিরেছিলেন কুটিনহো। বায়ার্নের হয়ে তিনি কোচ রোনাল্ড কোম্যানের অধীনে ট্রেবল জয়ের কৃতিত্ব দেখিয়েছেন। যদিও ইনজুরির কারণে এবার সব ধরনের প্রতিযোগিতায় এখন পর্যন্ত মাত্র ১৪টি ম্যাচ খেলেছেন। এ ম্যাচগুলোতে করেছেন তিনটি গোল। এর আগে অক্টোবরে রিয়াল মাদ্রিদের বিপক্ষে এল ক্ল্যাসিকোতে হ্যামস্ট্রিং ইনজুরিতে পড়ে একমাস মাঠের বাইরে ছিলেন।
এবারের মৌসুমে তৃতীয় খেলোয়াড় হিসেবে দীর্ঘদিনের জন্য ছিটকে গেলেন কুটিনহো। এর আগে দীর্ঘ মেয়াদে ইনজুরিতে আক্রান্ত হয়েছেন জেরার্ড পিকে ও আনসু ফাতি।
Rent for add