নিজস্ব প্রতিবেদক : ৩ জানুয়ারি ২০২১, রবিবার, ১১:১১:৪৮
ওয়ালটন ফেডারেশন কাপের তৃতীয় কোয়ার্টার ফাইনালে আজ রোববার তারকা সমৃদ্ধ বসুন্ধরা কিংস ও লেফটেন্যান্ট শেখ জামাল ধানমন্ডি ক্লাব একে অপরের মুখোমুখি হচ্ছে। বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে বিকেল ৪ টায় শুরু হতে যাওয়া এ ম্যাচটি মাঠ থেকে টি-স্পোর্টস সরাসরি সম্প্রচার করবে।
বসুন্ধরা-জামাল ম্যাচে কাগজ-কলমে ক্রীড়াপ্রেমীরা বসুন্ধরাকেই এগিয়ে রাখছেন। তবে ময়দানি লড়াইয়ে জামাল কতটুকু প্রতিদ্বন্দ্বতা করতে পারে সেটির ওপরই তাদের ভাগ্য নির্ভর করছে। তবে এ দুই দলের সেমিফাইনালে ওঠার লড়াইয়ে আজ যারাই আজ জিতুত না কেন ৭ জানুয়ারি তাদের প্রতিপক্ষ হতে পারে ঢাকা আবাহনী লিমিটেড কিংবা উত্তর বারিধারা ক্লাব।
গ্রুপ সি চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংস গ্রুপ পর্বের উদ্বোধনী ম্যাচে পুরান ঢাকার দল রহমতগঞ্জ মুসলিম ফ্রেন্ডস সোসাইটিকে ৩-০ গোলে হারিয়ে নয়া মৌসুম শুরু করে। এর পর দ্বিতীয় তথা গ্রুপের শেষ ম্যাচে চট্টগ্রাম আবাহনী লিমিটেডকে ১-০ গোলে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হিসাবে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করে।
শক্তিশালী বসুন্ধরা কিংস গ্রুপ পর্বে যে পারফরম্যান্স দেখিয়েছে তা আজ শেখ জামালের বিপক্ষে ধারাবাহিকতা বজায় রাখতে পারলে তাদের জন্য জয়টা সহজ হতে পারে। তবে জয়ের প্রত্যাশায় করছে শেখ জামালও। তবে গ্রুপ পর্বের খেলায় ধানমন্ডির দলটি যে পারফরম্যান্স দেখিয়েছে তাতে বসুন্ধরা কিংসের সাথে কতটা লড়াই করতে পারে দেখার বিষয়।
এ গ্রুপ রানার্সআপ শেখ জামাল গ্রুপ পর্বে বাংলাদেশ পুলিশ ফুটবল ক্লাবের সাথে ২-২ গোলে ড্র করে মূল্যবান পয়েন্ট হারিয়েছিল। দ্বিতীয় তথা গ্রুপের শেষ ম্যাচে শেখ রাসেল ক্রীড়া চক্র লিমিটেডর কাছে ২-৩ গোলে পরাজিত হয়। ফলে শেখ জামাল এবং বাংলাদেশ পুলিশ উভয়ের সমান পয়েন্ট দাঁড়ালে গোল ব্যবধানের কারণে কোয়ার্টার ফাইনালে জায়গা করে নেয় শেখ জামাল।
Rent for add