মোহামেডানকে হারিয়ে সেমিফাইনালে সাইফ

হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর অবশেষে ওয়ালটন ফেডারেশন কাপের সেমিফাইনালে ওঠেছে সাইফ স্পোর্টিং ক্লাব লিমিটেড। আজ শনিবার কোয়াটার ফাইনালে তারা সাডেনডেথে ২(৭)-২(৬) গোলে  ঢাকা মোহামেডান স্পোর্টিং ক্লাব লিমিটেডকে পরাজিত করে শেষ চারে জায়গা করে নেয়। বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে তারুণ্য নির্ভর এ দুই দলের লড়াইয়ে দারুণ একটি উপভোগ্য ম্যাচ দেখেছেন ফুটবলপ্রেমীরা।

নির্ধারিত সময়ে খেলাটি ২-২ গোলে ড্র ছিল। সবকয়টি গোলই প্রথমার্ধে হয়েছে। মাঠে বল গড়ানোর মাত্র ২ মিনিটের মধ্যেই আতিকুজ্জামানের গোলে (১-০) লিড পেয়ে যায় মোহামেডান। ৭ মিনিটে এমানুয়েলের গোলে সমতায় (১-১) ফেরে সাইফ। এর পর ১১ মিনিটে কেনেথের গোলে লিড (২-১) নেয় সাইফ। তবে ৪৪ মিনিটে সোলায়মানের গোলে মোহামেডান (২-২) সমতায় ফেরে। এমন গোল পরিসংখ্যানই বলে দেয় ম্যাচ কতটা সংক্ষিপ্ত প্রাণবন্ত, আকষর্ণীয় আর উত্তেজনাকর ছিল।

প্রথমার্ধের পর দ্বিতীয়ার্ধেও ফলাফল (২-২) একই ছিল। ফলে ম্যাচ গড়ায় অতিরিক্ত সময়ে। সেখানেও কেউ কারো জালে বল জড়াতে পারেনি। ফলাফল ২-২ থাকায় বাইলজ অনুযায়ী ম্যাচ গড়ায় টাইব্রেকারে। টাইব্রেকারে মোহামেডানের সোলেমান, উরু নাগাতা, সোহাগ ও মিঠুন গোল করলেও পারেননি সজিব। তার নেয়া শট রুখে দেন সাইফের গোলরক্ষক পাপ্পু । সাইফের কেনেথ, শাহেদ, জন ওকোলি, এমানুয়েল গোল করলেও পারেননি ইয়াসিন আরাফাত। জাতীয় দলের এ ডিফেন্ডারের শট ফিরে আসে পোস্টে লেগে। অর্থাৎ টাইব্রেকারেও  সমতা (৪-৪) ছিল ।

শেষ পর্যন্ত সাডেন ডেথ গোলেই (৩-২) ফয়সালা হয়। সাডেন ডেথে মোহামেডানের মানজির, আমির হাকিম বাপ্পী গোল করলেও বাইরে মারেন ম্যাচের প্রথম গোলদাতা আতিকুজ্জামান। তবে রহিমউদ্দিন, রহমত মিয়া ও সিরাজুদ্দিনের গোল সাইফ পৌঁছে যায় কাঙ্খিত সেমিফাইনালে।

Rent for add

সর্বশেষ নিউজ

for rent