নিজস্ব প্রতিবেদক : ৩১ ডিসেম্বর ২০২০, বৃহস্পতিবার, ২২:০০:৩৪
ওয়ালটন ফেডারেশন কাপের সেমিফাইনালে ওঠার লড়াইয়ে আগামীকাল শুক্রবার শেখ রাসেল ক্রীড়া চক্র লিমিটেড ও চট্টগ্রাম আবাহনী লিমিটেড একে অপরের মুখোমুখি হচ্ছে। বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে বিকেল ৪ টায় শুরু হতে যাওয়া এ ম্যাচটি মাঠ থেকে টি-স্পোর্টস সরাসরি সম্প্রচার করবে।
বাংলাদেশ প্রিমিয়ার লিগের ওয়ার্মআপ টুর্নামেন্টখ্যাত ওয়ালটন ফেডারেশন কাপ গত ২২ ডিসেম্বর থেকে শুরু হয়েছিল। বাংলাদেশ প্রিমিয়ার লিগের ১৩টি ক্লাব ৪টি গ্রুপে রাউন্ড বরীন লিগ পদ্ধতিতে অংশ নিয়ে গ্রুপ পর্ব শেষে এখন ৮ দল টিকে আছে। বিদায় নিয়েছে ৫ দল।
কোয়ার্টার ফাইনালে উর্ত্তীণ ৮ দলের সেমিফাইনালে ওঠার লড়াই নতুন বছরের প্রথম দিন থেকে শুরু হচ্ছে। ১ জানুয়ারি ‘এ’ গ্রুপ চ্যাম্পিয়ন শেখ রাসেল ক্রীড়া চক্র লিমিটেড ও সি’ গ্রুপ রানার্সআপ চট্টগ্রাম আবাহনী লিমিটেডের ম্যাচ দিয়ে শুক্রবার প্রথম কোয়ার্টার ফাইনাল মাঠে গড়াচ্ছে।
২ জানুয়ারি দ্বিতীয় কোয়ার্টার ফাইনালে ‘বি’ গ্রুপ চ্যাম্পিয়ন সাইফ স্পোর্টিং ক্লাব ও ‘ডি’ গ্রুপ রানার্সআপ ঢাকা মোহামেডান স্পোর্টিং ক্লাব লিমিটেড মোকাবিলা করবে।
৩ জানুয়ারি তৃতীয় কোয়ার্টার ফাইনালে ‘সি’ গ্রুপ চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংস ও ‘এ’ গ্রুপ রানার্সআপ লে. শেখ জামাল ধানমন্ডি ক্লাব লিমিটেড একে অপরের সাথে খেলবে।
৪ জানুয়ারি শেষ কোয়ার্টার ফাইনালে ‘ডি’ গ্রুপ চ্যাম্পিয়ন ঢাকা আবাহনী লিমিটেড খেলবে ‘বি’ গ্রুপ রানার্সআপ উত্তর বারিধারা ক্লাবের বিরুদ্ধে।
কোয়ার্টার ফাইনালের বিজয়ী চার দল নিয়ে ৬ ও ৭ জানুয়ারি সেমিফাইনাল অনুষ্ঠিত হবে। এর পর ১০ জানুয়ারি ফাইনালের মধ্যে দিয়ে শেষ হবে ঘরোয়া মৌসুমের প্রথম আসর।
কোয়ার্টার ফাইনাল
১ জানুয়ারি : শেখ রাসেল-চট্টগ্রাম আবাহনী
২ জানুয়ারি: সাইফ স্পোর্টিং ক্লাব-মোহামেডান
৩ জানুয়ারি : বসুন্ধরা কিংস-শেখ জামাল
৪ জানুয়ারি: আবাহনী-উত্তর বারিধারা
Rent for add