: ৩০ ডিসেম্বর ২০২০, বুধবার, ১৩:৪৬:০২
শেষ মুহূর্তের গোলে জয় পেয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড। এ জয়ের ফলে দলটি ইংলিশ প্রিমিয়ার লিগের পয়েন্ট টেবিলে ২ নম্বরে উঠে এসেছে।
প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ লড়াইয়ে উল্ভসের বিপক্ষে প্রথমার্ধ গোল শূন্য ড্র ছিল। এর পর দ্বিতীয়ার্ধে ম্যানইউকে জয় পেতে বেশ ঘাম ঝরাতে হয়েছে। শেষ পর্যন্ত তারা ৯৩ মিনিটে গোলের দেখা পায়। জয়সূচক গোল করেন মার্কাস র্যাশফোর্ড। সেই গোলের সুবাদে প্রথমবারের জন্য লিগে উল্ভসকে হারালেন ইউনাইটেড কোচ ওলে গুন্নার সোলসার।
কর্ষ্টাজিত জয়ের পর তৃপ্তির হাসি নিয়ে সোলসার বলেন, ভাল জায়গায় রয়েছি আমরা, তবে মৌসুম এখনও অর্ধেক শেষ হয়নি। ২০১৩ সালে কিংবদন্তি অ্যালেক্স ফার্গুসনের হাত ধরে লিগ জয় করেছিল ম্যানইউ। এর পর আর লিগ জেতা হয়নি।
তবে সেই সুযোগ এবার সোলসারের কাছে হাতছানি দিচ্ছে। তিনি বলেন, উলভসের বিরুদ্ধে আমার প্রথম জয়। এ জয় আমার কাছে অনেক বড়। কারণ আমরা ভাল না খেলেও জিতেছি। সব ম্যাচে প্রচুর গোল হবে না। কিন্তু জেতাটা জরুরি।
ইউনাইটেড ইউনাইটেড ১৫ ম্যাচে ৩০ পয়েন্ট সংগ্রহ করেছে। সমান ম্যাচ খেলে ৩২ পয়েন্ট নিয়ে শীর্ষে অবস্থান করছে লিভারপুল।
Rent for add