: ২৯ ডিসেম্বর ২০২০, মঙ্গলবার, ২১:৩৬:১৩
ওয়ালটন ফেডারেশন কাপে সাইফ স্পোর্টিং ক্লাব ‘বি’ গ্রুপে অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছে। এর ফলে খুব সহজেই পৌঁছে গেলো কোয়ার্টার ফাইনালে।
আজ মঙ্গলবার গ্রুপ পর্বের শেষ ম্যাচে সাইফ স্পোর্টিং ক্লাব ১-০ গোলে আরামবাগ ক্রীড়া সংঘকে পরাজিত করে। তবে প্রথমার্ধ গোল শূন্য ড্র ছিল।
বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে রাতের এ ম্যাচে সাইফ স্পোর্টিং ক্লাব ড্র করলেই কোয়ার্টার ফাইনালে যেতে পারতো।
কিন্তু ৫৭ মিনিটে আরিফুর রহমানের জয়সূচক গোল দলটিকে পূর্ণ পয়েন্ট এনে দেয়।
গ্রুপ পর্বে টানা তিন ম্যাচে জয় নিয়ে সাইফ স্পোর্টিং ক্লাব গ্রুপ চ্যাম্পিয়ন হয়েই কোয়ার্টার ফাইনালে খেলতে যাচ্ছে। অন্যদিকে তিন ম্যাচে দুই জয় নিয়ে গ্রুপ রানার্সআপ হয়েছে উত্তর বারিধারা ক্লাব।
Rent for add