: ২৯ ডিসেম্বর ২০২০, মঙ্গলবার, ২১:০৭:৫৭
উত্তর বারিধারা ক্লাব ওয়ালটন ফেডারেশন কাপে সহজ জয় পেয়েছে। আজ মঙ্গলবার তারা ৩-০ গোলে ব্রাদার্স ইউনিয়নকে পরাজিত করে। প্রথমার্ধে বিজয়ী দল ২-০ গোলে এগিয়ে ছিল।
বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে এক তরফার এ ম্যাচে ১৩ মিনিটের মধ্যেই উজবেকিস্তানের মিডফিল্ডার ইভগেনি কোচনেভের গোলে বারিধারা এগিয়ে (১-০) যায়।
এর পর মিশরের মোস্তফা মাহমুদের পাস থেকে স্ট্রাইকার সুমন রেজা ২৬ মিনিটে গোল করে দলের ব্যবধান (২-০) দ্বিগুণ করেন।
দু গোলে পিছিয়ে পড়েও ব্রাদার্সকে গোল পরিশোধে ততটা মরিয়া হয়ে খেলতে দেখা যায়নি।
৬০ মিনিটে মিশরের আবদেল রহিমের গোলে বারিধারা সহজ জয় (৩-০) নিশ্চিত করে।
এর ফলে ব্রাদার্স এ নিয়ে টানা তিন ম্যাচ হেরে গ্রুপ পর্ব থেকে বিদায় নিয়েছে। তবে এ জয়ের ফলে ‘বি’ গ্রুপে দুই ম্যাচ জিতে বারিধারা কোয়ার্টার ফাইনালে জায়গা করে নিয়েছে।
Rent for add