: ২৪ ডিসেম্বর ২০২০, বৃহস্পতিবার, ১৯:৩৪:২৩
বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) নতুন মৌসুমের জন্য বাংলাদেশ প্রিমিয়ার লিগের তারিখ ঘোষণা করেছে। আজ বৃহস্পতিবার নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির দ্বিতীয় সভায় সিন্ধান্ত হয়েছে বাংলাদেশ প্রিমিয়ার লিগ আগামী ১৩ জানুয়ারি থেকে শুরু হবে।
শুধু তাই নয়, কার্যনির্বাহী কমিটির সভায় বাফুফে ক্যালেন্ডার ২০২০-২০২১ এবং ২০২১-২০২২ চূড়ান্ত অনুমোদন দেয়া হয়েছে। যা শিগগিরই সংশ্লিষ্ট সবাইকে অবহিত করা হবে বলে জানা গেছে।
এছাড়া বাফুফে ভবনের সম্মুখে জিমনেসিয়াম স্থাপনে সভায় সর্বসম্মতিক্রমে সিন্ধান্ত নেয়া হয়েছে।
উল্লেখ্য বাফুফে ভবনের কনফারেন্স রুমে সভায় সভাপতিত্ব করেন বাফুফের সভাপতি কাজী মো. সালাহ উদ্দীন।
Rent for add