: ২৪ ডিসেম্বর ২০২০, বৃহস্পতিবার, ১৭:০৩:৩১
আগামী মাসে শীতকালীন ট্রান্সফার উইন্ডোতে ইন্টার মিলান ছাড়ছেন ড্যানিশ মিডফিল্ডার ক্রিস্টিয়ান এরিকসেন।
সান সিরোতে এক বছরের সময়টা তার মোটেই ভাল কাটেনি। এ বছর জানুয়ারিতে এরিকসেনকে দলে ভেড়াতে টটেনহ্যামনেক ১৬.৯ মিলিয়ন পাউন্ড দিয়েছিল ইন্টার।
আগস্টে সেভিয়ার কাছে ইউরোপা লিগের ফাইনালে পরাজয়ের ম্যাচটিতে ২৮ বছর বয়সী এ মিডফিল্ডার বদলী বেঞ্চে ছিলেন। এবারের মৌসুমে সিরি-এ লিগে মাত্র চারটি ম্যাচে খেলার সুযোগ পেয়েছেন। এসি মিলানের থেকে এক পয়েন্ট পিছিয়ে টেবিলের দ্বিতীয় স্থানে রয়েছে ইন্টার।
এরিকসেনকে ধারে অন্যত্র দিতে পারতো ইন্টার। কিন্তু এখন তারা সরাসরি তাকে ছেড়ে দিতে চাচ্ছে বলে ক্লাব সূত্র নিশ্চিত করেছে। এ প্রসঙ্গে ইন্টারের প্রধান নির্বাহী বেপ্পে মারোত্তা কলেছেন, ‘এরিকসেন ট্রান্সফার তালিকায় রয়েছেন। এটা কোনো শাস্তি নয়, সে নিজেই দলের সাথে মানিয়ে নিতে ব্যর্থ হয়েছে। সে কারণেই তাকে অন্য কোনো ক্লাবে যাবার সুযোগ দেয়াটাই সঠিক সিদ্ধান্ত।’
ইন্টারের হয়ে এক বছরে এরিকসেন ৩৮টি ম্যাচ খেলে চারটি গোল করা ছাড়াও তিনটি এসিস্ট করেছেন। যার সবগুলোই ছিল ২০১৯-২০ মৌসুমে।
Rent for add