নিজস্ব প্রতিবেদক : ৭ মে ২০২২, শনিবার, ১৯:৪৬:৪৯
টানা ১৩ ম্যাচ অপরাজিত থাকার পর অবশেষে হারের স্বাদ পেলো শেখ জামাল ধানমন্ডি ক্লাব। শনিবার রাজশাহী মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়ামে পুলিশ ফুটবল ক্লাব ১-০ গোলে হারিয়েছে সাবেক চ্যাম্পিয়নদের।
এই ম্যাচের পর প্রিমিয়ার লিগে আর কোন দল অপরাজিত থাকলো না। শেখ জামাল ধানমন্ডি ক্লাব ভালোভাবেই টিকে ছিল শিরোপা লড়াইয়ে। প্রথমবার এক ম্যাচে ৩ পয়েন্ট হারিয়ে তারা খেলো বড় ধাক্কা। শীর্ষে থাকা বসুন্ধরা কিংসের চেয়ে তারা পিছিয়ে পড়লো ৮ পয়েন্টে।
ম্যাচের একমাত্র গোলটি হয়েছে ৬২ মিনিটে। গোল করেছেন বদলি খেলোয়াড় শেখ বাবলু। দ্বিতীয়ার্ধের শুরুতে আল আমিনের পরিবর্তে মাঠে নেমেছিলেন তিনি। বাংলাদেশ পুলিশ এই জয়ে ১৯ পয়েন্ট নিয়ে উঠে এলো টেবিলের সপ্তম স্থানে।
শেখ জামাল ধানমন্ডিক্লাব প্রথম হারে ১৪ ম্যাচে ২৭ পয়েন্ট নিয়ে পড়ে রইলো টেবিলের তৃতীয় স্থানে। দলটির পক্ষে শিরোপা লড়াইয়ে ফেরা কঠিন হয়ে গেলো।
Rent for add