নিজস্ব প্রতিবেদক : ২৯ এপ্রিল ২০২২, শুক্রবার, ২০:০৬:৩৬
কিছুটা সুবিধাজনক অবস্থায় এগিয়ে থেকেও দ্বিতীয় পর্বে ঝুঁকি নেয়নি বসুন্ধরা কিংস। বিদেশিদের যে ঘাটতি ছিল, তা পূরণ করেই মাঠে নেমেছে সর্বশেষ দুই আসরের চ্যাম্পিয়নরা। আগের চেয়ে শক্তি কতটা বেড়েছে, তার প্রমাণ তারা দিয়েছে দ্বিতীয় পর্বের প্রথম দুই ম্যাচেই।
স্বাধীনতা ক্রীড়া সংঘকে সহজে হারিয়ে দ্বিতীয় ম্যাচে কিংস ৬-০ গোলে উড়িয়ে দিয়েছে উত্তর বারিধারা ক্লাবকে। শুক্রবার নিজেদের মাঠ বসুন্ধরা কিংস এরেনায় তারা দুই অর্ধে তিনটি করে গোল দিয়ে আরেকটি সহজ জয় নিয়ে মাঠ ছেড়েছে।
শুরু থেকে গোলের জন্য মরিয়া ছিল কিংস। গোল পেতে অবশ্য ২৬ মিনিট পর্যন্ত অপেক্ষা করতে হয়েছে চ্যাম্পিয়নদের। ইয়াসিন আরাফাতের কাছ থেকে বল পেয়ে কিংসকে এগিয়ে দেন তাদের নতুন ব্রাজিলিয়ান মিগুয়েল।
চার মিনিট পর অধিনায়ক রবসনের কাছ থেকে বল পেয়ে ব্যবধান দ্বিগুণ করেন সোহেল রানা। ৩৮ মিনিটে আরেক নতুন গাম্বিয়ান নুহা মারংয়ের গোলে ৩-০ ব্যবধানে এগিয়ে থেকে বিরতিতে যায় অস্কার ব্রুজনের দল।
ম্যাচটা প্রথমার্ধেই নিজেদের করে ফেলে দ্বিতীয়ার্ধে ব্যবধান বাড়াতে সময় লেগেছে বেশ। শেষ তিনটি গোল তারা পেয়েছে শেষ চার মিনিটে।
তৌহিদুল আলম সবুজ ৮৭ মিনিটে ব্যবধান ৪-০ করলে বাকি দুই গোল হয় ইনজুরি সময়ে। এর মধ্যে একটি বারিধারার আত্মঘাতী। খোকন মিয়া বল ক্লিয়ার করতে গিয়ে নিজেদের জালেই পাঠিয়ে দেয়। শেষ গোলটি করেন সুমন রেজা।
১৩ ম্যাচে ৩২ পয়েন্ট নিয়ে নিজেদের আরও নিরাপদ দূরত্বে তুললো কিংস। অন্যদিকে ১৩ ম্যাচে নবম পরাজয়ে ৮ পয়েন্ট নিয়ে টেবিলের ১০ নম্বরে উত্তর বারিধারা ক্লাব।
Rent for add